বছর দুয়েক আগেও খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। আচমকাই এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান। শুধু তাই নয়, ইসলামের পথে জীবন চালাতে বলিউডকে বিদায় জানিয়েছেন তিনি। পবিত্র রমজানে দ্বিতীয়বারের মতো স্বামীসহ ওমরাহ করলেন সানা খান। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে দেয়া এক পোস্টে ওমরাহ সম্পন্ন করার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওমরাহ সম্পন্ন হয়েছে। কাবাকে প্রথমবারের মতো দেখতে পারার জন্য আবারো আলহামদুলিল্লাহ।’
পোস্টে সানা আরও লেখেন, ‘আল্লাহ সবার ওমরাহ ও ইবাদত কবুল করুন। যারা এখনো এখানে আসেননি তাদের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দিক সেই দোয়া করি।’
গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো স্বামীকে নিয়ে ওমরাহ করেন সানা খান। ওমরাহ পালনের ফাঁকে কাবা শরিফের কালো গিলাফ সেলাইয়ের কাজে অংশ নেওয়ার সৌভাগ্য অর্জন করেন তিনি।
সে সময় নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিলাফ সেলাইয়ের একটি ভিডিও পোস্ট করে সানা খান লিখেছিলেন, ‘আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে, আল্লাহ তায়ালা আমার জন্য এতবড় সৌভাগ্য লিখে রেখেছেন যে, আমি কাবা শরিফের গিলাফ সেলাইয়ের মহান কাজে অংশ নিতে পারব। আল্লাহ অনেক দয়ালু।’
উল্লেখ্য, সানা খান মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে আত্মপ্রকাশ করেন। ভারতীয় সিনেমা ও টেলিভিশন রিয়েলিটি শোতেও কাজ করেছেন। আর প্রায় ৫টি ভাষায় ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তবে ছোট চরিত্র, গান মিলিয়ে ৫০টির বেশি সিনেমায় তাকে দেখা গেছে।