দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৮ লক্ষ টাকা পুরুষ্কার ও আন্তর্জাতিক সনদ পেলেন শায়েখ নেছার আহমাদ আন নাছিরী কতৃক পরিচালিত যাত্রাবাড়ীর একাধিকবার আন্তর্জাতিক পুরুস্কারপ্রাপ্ত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম।
দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করেছেন যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম।
উল্লেখ্য, দুবাই সরকার এই প্রতিযোগিতায় মোট ১০ টি দেশকে পুরুষ্কার এং আন্তর্জাতিক সনদ প্রদান করে থাকে আলহামদুলিল্লাহ এর আগেও ২০১৭ সালে তার আরেক প্রিয় ছাত্র হাফেজ তরিকুল ইসলাম দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১০৩ টি দেশকে হারিয়ে প্রথম স্হান অধিকার করেছিলো যেটি এখনও পর্যন্ত বিশ্বের ইতিহাসে সব চেয়ে বেশী দেশকে নিয়ে কুরআন প্রতিযোগিতা। যেখানে অংশ নিয়েছিলো বিশ্বের ১০৩ টি দেশ আলহামদুলিল্লাহ।
দাওরা হাদিসে ভালো রেজাল্ট করা তাওহিদুল ইসলাম এ বছর ইফতা পড়ার পাশাপাশি উক্ত প্রতিযোগিতায় অংশ নেয়।
দুবাই আসার পর থেকে সে অসুস্থতার মধ্যেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরও আলহামদুলিল্লাহ সে ৭০ টি দেশের মধ্যে ১০ স্থান অর্জন করে।
সে বর্তমানে দাওরা এবং ইফতা শেষ করেছেন, আল্লাহ তায়ালা যেন তাকে বিশ্বসেরা একজন আল্লাহ ওয়ালা আলেম হিসেবে কবুল করেন, আমিন।