পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের জনগণকেই এখনই সিদ্ধান্ত নিতে হবে। তারা সত্যিকারের স্বাধীনতা চায় নাকি বিদেশি শক্তির দাস হয়ে থাকবে।
বুধবার (১৩ এপ্রিল) পেশোয়ারে আয়োজিত বিশাল এক জনসভায় তিনি একথা বলেন।
ইমরান খান বলেন, যারা বিদেশে অর্থ পাচার করেছে কিংবা পাকিস্তানে ড্রোন হামলার সময় চুপ ছিল, তাদের হাতেই আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা।
তিনি বলেন, বিক্ষোভ-আন্দোলনের মধ্য দিয়ে জনগণ জানিয়ে দিয়েছে তারা কি চায়। যতদিন এই সরকার নির্বাচনের ঘোষণা না দেয়, আমরা চাপ দিয়ে যাব। রাজপথে আন্দোলন জারি রাখতে হবে। কথা দিচ্ছি, প্রধানমন্ত্রী নির্বাচিত হই অথবা বিরোধী নেতা, পাকিস্তানকে অন্য কোনো দেশের যুদ্ধে জড়াতে দেবো না। পাকিস্তানের জন্যই বাঁচবো, নয়তো মরবো।
পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুর, খাইবার পাখতুনের মুখ্যমন্ত্রী মাহমুদ খানসহ শরিকদলের নেতারাও ভাষণ দেন জনসভায়। গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নিতে বাধ্য হন ইমরান।
এন.এইচ/