জাভেদ রায়হান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে অর্থসহ ১১২টি কুরআন বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়টিরই শিক্ষার্থীদের উম্মাহ নামে একটি প্লাটফর্ম।
রবিবার ১০ এপ্রিল সকাল ৯টা থেকে ক্যাম্পাসে গোল চত্ত্বরে বিশ্ববিদ্যালয়ের সব ধর্মের শিক্ষার্থীদের মাঝে এই কুরআনগুলো বিতরণ করা হয়।
এই উদ্যোগ সম্পর্কে প্লাটফর্মটির উদ্যোক্তারা জানান, কুরআন বিতরণের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের পরিশুদ্ধিতা ও অমুসলিমদের শিক্ষার্থীদের দ্বীনের দাওয়াত দিতে চান।

এতগুলো কুরআন বিনামূল্যে বিতরণের অর্থ সংগ্রহের ব্যাপারে তারা জানান, প্রায় ১ মাস সময় নিয়ে তারা তাদের নিজস্ব ফেসবুক গ্রুপ, বিশ্ববিদ্যালয়ের গ্রুপ, ও নিজেদের টাইমলাইনে দান পাঠানোর জন্য ধাপেধাপে প্রচারণা চালিয়েছে। এছাড়া নিজেদের পরিচিতদের সাথে, পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে কুরআন বিতরণের বিষয়টি জানানোর মাধ্যমেও তারা অর্থ সংগ্রহ করেছেন।

এভাবে অর্থসহ কুরআন পেয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরাও। নিজাম উদ্দিন নীরব নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নিজাম উদ্দিন নীরব বলেন, আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মুসলিম, অমুসলিম মিলিয়ে প্রায় ১১২ পিস বিনামূল্যে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করেছে উম্মাহ। যার একটি কপি সংগ্রহ করার সৌভাগ্য হয়েছে আমার। আমি অর্থ না বুঝে এতদিন কুরআন পড়তাম, আজ থেকে বাংলা অর্থসহ বুঝে পড়ার সুযোগ হল। যার ফলে এর একটি পজিটিভ প্রভাব আমার ব্যক্তি জীবন গঠনে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তাদের এই ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই।
এন.এইচ/






