ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আলমাদানী বলেন, যুব সমাজ হলো একটি দেশের প্রাণ শক্তি ও মূল চালিকা শক্তি। যুবকদের প্রচেষ্টার মাধ্যমেই একটি দেশ তার চূড়ান্ত লক্ষে পৌঁছতে পারে, তাই দেশ মানবতা ও ইসলামের প্রয়োজনে যুব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পুরানা পল্টনস্থ ফুড ভিলেজ রেস্তেরাঁয় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে, তারা দেশের অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজ অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থা উত্তরের জন্য যুব সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।
সংগঠনের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরী, সাইমুম সাদী সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা আব্দুল গাফফার।
বন্ধু প্রতিম বিভিন্ন যুব সংগঠনের কেন্দ্রীয় সিনিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এবি যুবপার্টির কেন্দ্রীয় সভাপতি এবিএম খালিদ, বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ, বাংলাদেশ যুবমিশনের কেন্দ্রীয় আহবায়ক ইমরুল কায়েস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুবজাগপা এর কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু, সহ উল্লেখ্য বন্ধুপ্রতিম সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এন.এইচ/






