নিজস্ব প্রতিবেদক:
ব্যবসায়ীরা যেখানে রমজান মাসে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় সেখানে পুরো রমজান মাসব্যাপী ১০ টাকা কেজি ধরে দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের এক ব্যবসায়ী। এলাকায় তিনি শিল্পপতি ও সমাজসেবক এরশাদ উদ্দিন নামে পরিচিত।
শনিবার ২ এপ্রিল বিকেলে এই ১০ টা কেজি ধরে প্রতি লিটার দুধ বিক্রির কার্যক্রম উদ্বোধন করে উপজেলার নিয়ামতপুরের রৌহা গ্রামের এই কৃতি সন্তান।
জানা যায়, নিয়ামতপুরের রৌহা গ্রামে জেসি এগ্রো ফার্ম নামে এরশাদ উদ্দিনের একটি গরুর খামার রয়েছে। সে খামারের উৎপাদিত দুধের এক মেট্রিকটন (১০০০ কেজি) দুধ তিনি রমজান উপলক্ষে ১০ টাকা ধরে বিক্রি করে দিবেন। সে হিসেবে এক কেজি করে প্রতিদিন ৩০-৩৫ টি পরিবার দুধ ক্রয় করতে পারবেন। সষ্ঠু বণ্টনের জন্য এক পরিবারকে একদিনে এক কেজির দেওয়া হবে না। বর্তমানে গ্রামের বাজারগুলোতেও এক কেজি দুধের দাম ৯০ থেকে ১০০ টাকা। সেখানে ১০ টাকা ধরে দুধ বিক্রি করে বরাবরের মত মানবিক কাজের জন্য প্রশংসিত হচ্ছেন এরশাদ উদ্দিন।
বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি এগ্রো ফার্মের চেয়ারম্যান শিল্পপতি এরশাদ উদ্দিন বলেন, রমজান মাসে সব শ্রেণীর মানুষেরই কমবেশী দুধের চাহিদা থাকে। বিশেষ করে সাহরিতে সবাই দুধ খেতে চায়। এসময় বাজারে দুধের দামও বেড়ে যায়। তাই যারা বাজার থেকে নিয়মিত দুধ কিনে খেতে পারছেন না, তাদের জন্য ১০ টাকা কেজি ধরে ফার্মের এক মেট্রিক টন দুধ বিক্রি করা হবে।
এন.এইচ/