এরশাদ উদ্দিন: মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ও শুভ কাজে সবার পাশে থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হলো কালের কণ্ঠ শুভসংঘ ‘করিমগঞ্জ পৌর মডেল কলেজ’ শাখার।
আজ শনিবার (২ এপ্রিল) দুপুরের দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এই কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভার মাধ্যমে শুভসংঘের ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অভিষেক হয়। নতুন কমিটির সদস্যদের কাছে কালের কণ্ঠ শুভসংঘের গঠনতন্ত্র, লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরেন কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নতুন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. এরশাদ উদ্দিন।
তিনি বলেন, ‘কালের কণ্ঠ শুভসংঘ সব সময় শুভ কাজের সঙ্গে আছে। আশা করি নতুন কমিটির সকলের সহযোগিতা ও আন্তরিকতায় শুভ কাজের মধ্য দিয়ে করিমগঞ্জ পৌর মডেল কলেজ শাখা শক্তিশালী অবস্থানে যাবে।’ এই কমিটির উপদেষ্টা পরিষদে আছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মানিত চারজন শিক্ষক। এছাড়া কমিটির অন্য সদস্যরা কলে শিক্ষার্থী।
করিমগঞ্জ পৌর মডেল কলেজ শাখা শুভসংঘের সভাপতি মনোনিত হয়েছেন শিক্ষার্থী মো. আঃ মোমিন ও সাধারণ সম্পাদক মোনাজ্জা আক্তার মিশু।
কমিটির অন্যরা হলেন উপদেষ্টা কলেজটির প্রশাসক মো. মাহফুজুর রহমান পল্টু, অধ্যক্ষ ছেতারা বেগম, প্রভাষক মো. নাজমুল আলম. ও প্রভাষক মো. উমর ফারুক। এছাড়া সহসভাপতি নাহিদ, মোহাম্মদ আলী, মোমেনা আক্তার, রিতু, তন্ময় ও হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন, হাসান, আনার কলি, মাহমুদা ও রূপালি, ইভেন্ট সম্পাদক শিমু আক্তার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ঝুমা, প্রচার সম্পাদক চয়ন মিয়া , সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাফি, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক তাসিন, ক্রীড়া সম্পাদক সালমান শাহা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক লিয়া, শিক্ষা ও পাঠ্যক্রমবিষয়ক সম্পাদক কাইয়ূম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাছিস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক লিমা। এছাড়া কার্যকারী সদস্যরা হলেন, মোশাররফ হোসেন, তানিয়া, বিলকিছ, নিশি, আরিফা ও মুন। এছাড়া সংগঠনের কাজের গতি বৃদ্ধিতে এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী কাজ করবেন বলে মতবাদ প্রকাশ করেন।
এদিকে নতুন কমিটির সভাপতি আঃ মোমিন ও সাধারণ সম্পাদক মোনাজ্জা আক্তার মিশু শুভসংঘের সকল সদস্যকে সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, পড়ালেখার পাশাপাশি মুক্তিযুদ্ধে চেতনা ধারণ করে শুভসংঘের সদস্যদের নিয়ে ও উপদেষ্টামন্ডলী পরিষদের পরামর্শক্রমে সমাজের সকল কল্যাাণকর কাজের অংশীধারী হব আমরা। এছাড়া ‘করিমগঞ্জ পৌর মডেল কলেজ’ শাখার ভাবমূর্তি আরো উজ্জ্বল করার কাজে ইতিবাচক ও সক্রিয় ভূমিকা পালন করবো।