আফগানিস্তানে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি মার্কিন ডলার মূল্যের চারটি প্রকল্প স্থগিত করেছে বিশ্বব্যাংক। এই প্রকল্পগুলোর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিখাতে উন্নতির লক্ষ্য ছিল।
বুধবার (৩০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চলতি মাসের শুরুতে আফগানিস্তানে শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য-সহ ‘জরুরি প্রয়োজন’ মেটাতে ব্যয় করার জন্য ১০০ কোটি মার্কিন ডলার ব্যবহার করার একটি পরিকল্পনা অনুমোদন করে বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড। এই পরিকল্পনার অধীনে বিপুল এই অর্থ তালেবানের নেতৃত্বাধীন আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করে এর পরিবর্তে জাতিসংঘের সংস্থা এবং এর সহায়ক গোষ্ঠীর মাধ্যমে বিতরণ করার কথা বলা হয়েছে।
গত এক মার্চ এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, প্রথম পদক্ষেপ হিসেবে এআরটিএফ’র দাতারা শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিখাতে জরুরি প্রয়োজনের পাশাপাশি আফগান নাগরিকদের জীবিকা নির্বাহের জন্য প্রায় ৬০০ মিলিয়ন ডলারের চারটি প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এন.এইচ/