নূর আলম খান, নিজস্ব প্রতিনিধিঃ
নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ইসলাম-দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ ও দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনের দাবীতে ১রা এপ্রিল রাজধানীতে পীর সাহেব চরমোনাই আহুত জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ জেলার মহেশপুর থানা শাখা।
কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে রবিবার (২৮ মার্চ) বিকাল ৫টায় মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পোস্ট অফিস মোড় ও কলেজ গেট পর্যন্ত প্রদক্ষিণ করে । এরপর মিছিলটি থানা মোড়ে আসলে আটকে দেয় পুলিশ। এখানেই বিক্ষোভ মিছিলটির ইতি ঘটে । সংক্ষিপ্ত সমাবেশ করতে জমায়েত হয় দলটির অসংখ্য নেতাকর্মী। উপজেলা সভাপতি সারোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি বলেন, মাহে রমজানের আগেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। দুর্ভিক্ষের পথে যাচ্ছে দেশ। এ সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। নামে মাত্র ভোজ্যতেলের দাম কমিয়ে দিয়ে সরকার আখের রক্ষা পাবে না। সকল পণ্যের দাম কমাতে হবে। সরকার সমর্থিত সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে জনগণের দুর্ভোগের সীমা নেই।
তিনি আরো বলেন, মহাসমাবেশ নিয়ে কোন অপপ্রচার, কোন ধরণের চক্রান্ত ও ষড়যন্ত্র সহ্য করা হবে না। যে কোন মূল্যে জাতীয় মহাসমাবেশ সফল করা হবে। যেখানে বাধা হবে সেখানেই এক একটি মহাসমাবেশ সৃষ্টি হবে। জাতীয় মহাসমাবেশ জাতীয় সঙ্কট দূরীকরণে মাইলফলক হিসেবে কাজ করবে। ইতিমধ্যেই মহাসমাবেশের পোস্টার, ফেস্টুন, ব্যানার দেশের সর্বত্র শোভা পাচ্ছে। দেশবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় মহাসমাবেশকে ঘিরে রাজনীতিতে নতুনভাবে হিসাব নিকাশ চলছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি মুফতী মাহমুদুল হাসান হুমায়ুন, প্রচার সম্পাদক কবীর, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মিরাজ হুসাইন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মুফতী মুহাম্মাদ আলী হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা জেলা সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এন.এইচ/
1 thought on “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মদের লাইসেন্স বাতিলের দাবিতে মহেশপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ”
এগিয়ে যাক প্রিয় আন্দোলন ৷https://cutt.ly/1AoK6Go