লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামুশ বলেছেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের চলমান সংঘাত ও সংকটের জন্য প্রাথমিকভাবে আমেরিকা দায়ী।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের করুন ঘটনাবলী ও অস্থিতিশীলতার পেছনে রয়েছে আমেরিকা। গত ৮০ বছর ধরে আমেরিকা সংঘাত সৃষ্টি করেছে, যুদ্ধ করছে এবং সন্ত্রাসবাদকে মদদ দিয়েছে।” গতকাল (শনিবার) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে এক অনুষ্ঠান দেয়া বক্তৃতায় এসব কথা বলেন আলী দামুশ।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বর্তমানে যে সংঘাত চলছে তার জন্যও তিনি আমেরিকাকে দায়ী করেন। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা ভূ-রাজনৈতিক সংঘাত উসকে দিয়েছে এবং ইউক্রেন সরকারকে এর মধ্যে ঠেলে দিয়েছে। ফলে ওয়াশিংটনই ইউক্রেন সংকট সৃষ্টি ও সারা বিশ্বের ওপর যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী।
লেবাননের ওপর নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টির জন্য তিনি আমেরিকার সমালোচনা করে বলেন, এর ফলে লেবাননের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সূত্র: পার্সটুডে
এন.এইচ/