ভোটারদের আকৃষ্ট করতে নয়, বরং ইসলামী শিক্ষা অনুসরণ করেই নিজ বক্তব্যে মহান আল্লাহ তায়ালা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম নিতেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মানসেহরাতে সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজে আয়োজিত সমাবেশে তিনি এ কথা জানান।
ইমরান খান বলেন, ভোটারদের আকৃষ্ট করতে বা মানুষের সমর্থন পেতে তিনি কখনই মহান আল্লাহ তায়ালার বাণী ও মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস বক্তৃতায় ব্যবহার করেননি। বরং বক্তব্যে আল্লাহ তায়ালা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম নিয়েছেন ইসলামী শিক্ষা থেকে। ইসলামই তাকে এ শিক্ষা দিয়েছে বলে জানান।
তরুণদের উদ্দেশ করে পাক প্রধানমন্ত্রী বলেন, আমি ক্রিকেট বিশ্বের সুপারস্টার ছিলাম। সারা বিশ্ব আমি ভ্রমণ করেছি। আমি আমার অভিজ্ঞতার আলোকে তরুণদের সঠিক পথ সম্পর্কে নির্দেশনা দিতে চাই। সবসময় আমাদের সামনে দুটি পথ থাকে। একটি সঠিক পথ, অন্যটি ভুল পথ। মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় সঠিক পথ অনুসরণ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সূত্র: ইনসাফ