কাশ্মির সমস্যাটি ছিল একান্তই অভ্যন্তরীণ একটি বিষয়। কিন্তু এটিকে নিয়ে জাতিসংঘের কাছে যাওয়ায় সমস্যাটি অনেক বেড়ে গেছে। যদি ওই ভুল না করা হতো তাহলে কাশ্মির নিয়ে অন্য কেউ মাথা ঘামাতে পারতো না বলে মনে করেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। খবর হিন্দুস্তান টাইমস।
গতকাল বুধবার রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রশ্ন তোলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কাশ্মির সমস্যাটি নিয়ে কেন জাতিসংঘের দ্বারস্থ হয়েছিলেন? বিজেপি সরকারের এই সিনিয়র মন্ত্রীর মতে, এটা ছিল একেবারেই দেশের অভ্যন্তরীণ বিষয়। এর জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে যাওয়ার কোনোই প্রয়োজন ছিল না।
নির্মলা সীতারমণ রাজ্যসভায় বলেন, কাশ্মির একান্তই ভারতের ইস্যু। কংগ্রেস সেটাকে দেশের বাইরে জাতিসংঘের কাছে নিয়ে গেছে। আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু রাষ্ট্রসংঘের কাছে ইস্যুটি তুলে ধরেন। সম্ভবত ব্রিটিশরা তাকে বুঝিয়েছিল, এছাড়া এই ইস্যুর সমাধান খুঁজে পাওয়া যাবে না। এরপরই নেহরু সেটি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হন।
জানা গেছে, ১৯৪৮ সালের জানুয়ারি মাসে ভারত-পাকিস্তানের মধ্যে ঘটা প্রথম যুদ্ধের পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেহরু সরকার একটি পিটিশন দাখিল করে। এতে সাড়া দিয়ে নিরাপত্তা পরিষদ ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার সিদ্ধান্ত নেয়।
সেই প্রসঙ্গটি তুলে নেহরুকে দায়ী করেন নির্মলা। পাশাপাশি পাকিস্তানেরও নিন্দা করেন তিনি। নির্মলা বলেন, এখনো আমাদের প্রতিবেশী দেশ বিষয়টির অপব্যবহার করে চলেছে। অথচ এটা ছিল শুধুই ভারতীয় ইস্যু। আমরা নিজেরাই এটা সামলাতে পারতাম।






