রমজান মাসকে সামনে রেখে মহেশপুর উপজেলা উন্নয়ন ফোরামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির সভাপতি মো. এনামুল হক বলেন, আমাদের সংগঠনটি সামাজিক ও মানবিক বিভিন্ন কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা রমজান মাসকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা বিভিন্ন করেছি ।
তিনি অফিশিয়াল পেজ একটি পত্রে উল্লেখ করেন,
বিসমিল্লাহির রাহমানির রহিম
মহেশপুর উপজেলা উন্নয়ন ফোরাম, ঝিনাইদহ।
প্রিয় সূধী,
আসসালামু আলাইকুম।
মহেশপুর উপজেলা উন্নয়ন ফোরাম, ঝিনাইদহ একটি স্বতন্ত্র সামাজিক উন্নয়নমূলক সংগঠন। “আর্তমানবতার সেবা” স্লোগানকে সামনে রেখে কয়েকজন তরুণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দলমত নির্বিশেষে সকলের জন্য বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় এবছর মহেশপুর উপজেলা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে পৌরসভা ও ১২টি ইউনিয়নে শীতবস্ত্র (১৩০ টি কম্বল) বিতরণ করা হয়েছে এবং আসন্ন মাহে রমজানকে সামনে রেখে দ্রুতই ইফতার ও সাহরির সময়সূচি (প্রায় ১৫০০-২০০০ টি) বিতরণ করা হবে ইনশাআল্লাহ।