মুসলিম জাহানের সর্বশেষ খেলাফত উসমানিয় সম্রাজ্যের উত্থান অবলম্বনে নির্মিত বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি সিরিজ “দিলিরিস আরতুগ্রুল” দেখে ইসলাম গ্রহণ করেছে এক মার্কিন শিশু।
রোববার (২০ মার্চ) আমেরিকার মিশিগানের “দিলিরিস আরতুগ্রুল” সিরিজে আব্দুর রহমানের চরিত্রে অভিনয় করা জালাল আলের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে শিশুটি।
পূর্বে ১৩ বছর বয়সী ওই শিশুর নাম ছিল লয়েড। সে তার মায়ের সাথে মসজিদে এসে ইসলাম গ্রহণ করে। শিশুটির মা হেদার চার বছর আগে তার এক সহকর্মীর সহায়তায় ইসলাম গ্রহণ করেন।
শিশুটির ইসলাম গ্রহণের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জালাল আল তাকে কালিমা পাঠ করানোর পরপরই আনন্দাশ্রু ঝরে পড়ছে শিশুটির চোখ বেয়ে।
সূত্র : আলজাজিরা