মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি: যশোরের খাজুরা বাজারে মা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিকের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ মার্চ) বেলা একটায় ফিতা কেটে হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।
বাজারের বাসস্ট্যান্ডে অবস্থিত হসপিটাল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হসপিটালের পরিচালক ডা. আফরোজা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রওশন আলী। হসপিটালের সহকারী পরিচালক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক, জেলা মৎস হ্যাচারী মালিক সমিতির সভাপতি ফিরোজ খান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলমগীর হোসেন।
এ সময় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ফরিদুজ্জামান, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দবিলা ইউনিয়ন ও খাজুরা বাজার শাখার সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেন, গ্রাম ডাক্তার নেতা আনোয়ার হোসেন মন্টু, এনামুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এন.এইচ/






