আফগানিস্তান ইসলামী আমিরাতের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দ বলেছেন, দীর্ঘদিন চলা যুদ্ধ অন্যান্য অবকাঠামো ধ্বংসের পাশাপাশি আফগানিস্তানের পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করেছে। এখন সময় এসেছে আমাদের সকলের একসঙ্গে পরিবেশ রক্ষায় সবুজায়নের বিষয়ে অবদান রাখার।
১৭ মার্চ বসন্তের আগমন উপলক্ষে বৃক্ষরোপণ অভিযানে অংশ হিসেবে চারা রোপণ কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মোল্লা হাসান আখুন্দ পরিবেশ রক্ষা ও সবুজ এলাকা সম্প্রসারণে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিতে জনগনের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আফগানিস্তান ইসলামী আমিরাত উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি পরিবেশের সুরক্ষার দিকেও গুরুত্ব দেবে।
আফগানিস্তানে চলমান যুদ্ধের ফলে দেশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অবৈধভাবে বন কেটে ফেলা হয়েছে এবং সবুজ এলাকাগুলো ক্ষমতাবানদের দখলে চলে গেছে।
তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার বলছে সবুজ এলাকা সম্প্রসারণ, বন উজাড় রোধ এবং দখলকৃত জমি পুনরুদ্ধার করার প্রচেষ্টা শুরু হয়েছে।
সূত্র : বাখতার নিউজ এজেন্সি