সাইফুল ইসলাম, টাঙ্গাইল:
“সড়ক, শিক্ষাঙ্গন সর্বত্র সকলের নিরাপত্তা নিশ্চিত করো” এবং “জাতীয় বিকাশের লক্ষ্যে শিল্পায়ন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক শিক্ষা চাই” এই ডাকে টাংগাইল জেলা ছাত্র ফেডারেশনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত। ১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত কাউন্সিলর ও পর্যবেক্ষকদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচন করা হয়।
১৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে মেডিসিন মার্কেটের ২য় তলায় ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা কার্যালয়ে এক আলোচনা সভা ও কমিটি পরিচিতি করা হয়।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা গোলাম মোস্তফা আলোচনা সভায় বলেন, অতীতের মতো টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের বন্ধুরা শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে সর্বদা নিয়োজিত থাকবে। নিস্ক্রিয়তা ও উদাসিনতাকে পরিত্যাগ করে নিজেদেরকে সক্রিয় সচেতন ও মানবিক মর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থী ও তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয় এবং ফাতেমা রহমান বিথী কে সভাপতি, আজিজুল হক কে সাধারণ সম্পাদক রেখে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।