বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা একজন শিক্ষার্থীকে শিক্ষিত করতে পারলেও মানুষ বানাতে পারছে না বলে মন্তব্য করেছেন শেখ মুহাম্মাদ আল আমিন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আয়োজনে এইস এস সি/ আলিম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ বৃহস্পতিবার মাগুরা আই. সি. এ. বি. মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আব্দুর রহমান আল-মাহফুজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল নোমান এর সঞ্চালনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা একজন শিক্ষার্থীকে শিক্ষিত করতে পারলেও মানুষ বানাতে পারছে না।
তিনি আরো বলেন, বর্তমান বাস্তব অবস্থা পর্যবেক্ষণের পর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যে যত বেশি শিক্ষিত সে ততো বেশি দুর্নীতিবাজ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশ প্রেমিক ছাত্রদেরকে নিয়ে দুর্নীতিবাজদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে এইস এস সি/ আলিম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর বলেন, আলেমরা হলেন এ জাতির রাহবার। চাই তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেখান থেকেই জাতিকে নেতৃত্বের দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য ছাত্র নেতা আবদুস সালাম জায়েফ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচ এম আরাফাত হোসেন আরজু। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রবিউল ইসলাম। মাগুরা জেলাধীন শত্রুজিৎপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুছাপুরী। প্রমুখ নেতৃবৃন্দ।