মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চে মনিরামপুর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালে পাকিস্তানি সামরিক জান্তার স্বৈরাচারী ও দমনমূলক শাসন থেকে মুক্তির সংগ্রামে পুরো বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে যাদুমন্ত্রের মতো কাজ করেছিল বঙ্গবন্ধুর ৭ ই মার্চ এর ভাষণ!
৭ মার্চ সোমবার বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সারা দেশের মানুষ।
ঐতিহাসিক ৭ ই মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মনিরামপুর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মী বৃন্দ।
এরপর উপজেলা চত্বরে ও মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর ৫ মনিরামপুর আসনের এমপি এলজি আরডি প্রতিমন্ত্রী স্বপণ ভট্টাচার্য , এসময় আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার তরুণ আওয়ামী লীগ নেতা বশির আহমেদ খান, কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।






