প্রথমবারের মতো মিডিয়ার সামনে এসেছেন ইসলামিক আমিরাত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং হক্কানী নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হক্কানী।
৫ মার্চ শনিবার প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হন এবং সমাবেশে ভাষণ দেন। ভাষণে তিনি আফগানিস্তান ত্যাগকারীদের দেশে ফিরে আসার আহ্বান জানান।
কাবুলে ন্যাশনাল পুলিশ একাডেমির প্যারেড পরিদর্শনকালে সিরাজুদ্দিন হক্কানী বলেন, আমাদের সংগ্রাম এবং একমাত্র ইচ্ছা ছিল ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, যেসব আফগান নাগরিকরা দেশ ছেড়েছে তাদের স্বদেশে ফিরে আসা উচিত।
সিরাজুদ্দিন হক্কানী কাবুল এবং অন্যান্য শহরে পুলিশ অফিসারদের নাগরিকদের সাথে নম্র আচরণ করার নির্দেশ দেন।
এর আগে মিডিয়ায় সিরাজুদ্দিন হক্কানীর একটি মাত্র অস্পষ্ট ছবি ছিল। আজকের আগে সিরাজুদ্দিন হক্কানী সবসময় চেষ্টা করতেন তার ছবি বা ভিডিও মিডিয়াতে প্রকাশ না করতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের যুদ্ধের সময়, মার্কিন যুক্তরাষ্ট্র সিরাজুদ্দিন হক্কানীকে একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসাবে ঘোষণা করেছিল। তাকে ধরার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিলো।
সিরাজুদ্দিন হক্কানী এখনও যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন।
সূত্র : ডেইলি জঙ্গ






