নড়াইলের কালিয়ায় শখের মোটরসাইকেল নিয়ে বেরিয়ে বাড়ি ফেরা হল না শিক্ষার্থীর। চাঁদপুরের হাজীগঞ্জে বাবা-ছেলের প্রাণ গেছে। এছাড়া ঢাকা, পিরোজপুর ও সাতক্ষীরায় দুজন করে এবং ঝিনাইদহ, বরিশাল ও রাজশাহীতে একজন করে নিহত হয়েছেন। সাতক্ষীরায় আহত হয়েছেন ১২ বাসযাত্রী।
নড়াইল: অনেক দিনের শখ ছিল নিজের একটি মোটরসাইকেলের। শখ পূরণ করতে বাবার মোটরসাইকেলটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু মোটরসাইকেলটি যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে জানা ছিল না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় মাদরাসা শিক্ষার্থী মো. রমিম শেখ (১৫)। আহত হয়েছে তার দুই বন্ধু। শুক্রবার রাত ৮টার দিকে চাঁচুড়ী-রঘুনাথপুর সড়কে রঘুনাথপুর মাথাকাটা বটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রহিমের। সে উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে।
রাজধানী: রাজধানী ঢাকায় পৃথক দুর্ঘটনায় শনিবার শিশুসহ দুজন নিহত হয়েছে। বাসাবো-আমতলা এলাকায় ডাম্পিং ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী মো. সাজ্জাদ হোসেন (৯) ও বসুন্ধরা সিটি মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান অজ্ঞাত পথচারী।
পিরোজপুর: পিরোজপুরে পৃথক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ট্রাকচাপায় মঠবাড়িয়া উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া মো. ফারুক হোসেন (৬০) নিহত হন। এতে আহত হয় পাঁচজন। ভান্ডারিয়ায় ট্রলিচাপায় নিহত ভ্যানচালক মো. দেলোয়ার হোসেন সরদার (৬০) পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
সাতক্ষীরা: সাতক্ষীরায় বাসের ধাক্কায় স্কুলশিক্ষিকাসহ দুজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় যাত্রী মাহবুবুর রহমান বাবু (৩৫) নিহত হন। সদর উপজেলার রইছপুর গ্রামে তার বাড়ি। অপরদিকে, সকালে শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হন স্কুলশিক্ষিকা রীতা রানী রপ্তান (৪০)।
হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে পিকআপ চাপায় বাবা-ছেলে নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর কুমিল্লা সড়কের বলাখাল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবা জিল্লুর রহমান (৫৫) ও ছেলে বায়েজিদ (৮)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ (ঝিনাইদহ): কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামে রাস্তা পার হওয়ার সময় পিকআপের চাপায় নিহত আয়ুব হোসেন (৬৫) ওই গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ-যশোর মহাসড়কের শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী (বরিশাল): গৌরনদীতে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল মেকার বিক্রম বেপারী (১৮) আগৈলঝড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামে কালাম বেপারীর ছেলে। শনিবার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী: গোদাগাড়ীতে সড়কের পাশ থেকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নূর ইসলাম (৪০) নামে এক এসআইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।






