ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে বাংলাদেশ শিপিং করপোরেশন বা বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে মিসাইল হামলার ঘটনায় মো. হাদিসুর রহমান নামের বাংলাদেশি নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবারের এই ঘটনায় সমবেদনা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস। আজ বৃহস্পতিবার বিকেলে এই বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে বাংলার সমৃদ্ধি নামক জাহাজের নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইউক্রেনের জাতীয়তাবাদীরা বাংলাদেশের এই জাহাজটিতে থাকা নাবিকদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করে আসছিল। এটা সন্ত্রাসীদের একটি কৌশল।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে ২৯ জন বাংলাদেশি নাবিক নিয়ে আটকা পড়ে বাংলার সমৃদ্ধি নামের এই জাহাজ। বাংলাদেশ সময় গতকাল বুধবার (২ মার্চ) দিবাগত রাত প্রায় সাড়ে ৯টার দিকে জাহাজের ব্রিজে মিসাইল হামলা চালানো হয়। সঙ্গে সঙ্গে জাহাজটিতে আগুন ধরে যায়।
জাহাজে থাকা নাবিক সালমান সামি জানান, সবার তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে তার আগেই আমাদের সঙ্গী হাসিদুর রহমান নিহত হয়েছেন। বাকিরা সবাই সুস্থ আছেন। গত ২৩ ফেব্রুয়ারি রাতে ইউক্রেনের অলভিয়া বন্দর এলাকায় নোঙর করে এমভি বাংলার সমৃদ্ধি। পরদিনই দেশটিতে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরু হলে আটকা পড়ে জাহাজটি।






