আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর বর্ণাঢ্য বর্ণমালা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর নতুনবাজার থেকে শুরু হয়ে শাহজাদপুর, বাঁশতলা, সুভাস্তু নজরভ্যালী, উত্তরবাড্ডা ও হোসেন মার্কেট এলাকা প্রদক্ষিণ করে মধ্যবাড্ডায় এসে সমাপ্ত হয়।
নগর সভাপতি নাঈম বিন জামশেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ সিরাজীর সঞ্চালনায় বর্ণমালা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমদ মানসুর।
প্রধান অতিথি বলেন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারি আজ। ১৯৫২ সালে রক্ত দিয়ে আমরা বাংলা ভাষার অধিকার আদায় করেছি। কিন্তু, দুঃখের বিষয় রক্তে কেনা সেই বাংলা আজ চরম অবহেলিত। অফিস,আদালত কলেজ-ভার্সিটিসহ সর্বস্তরে ভিনদেশী ভাষার বহুল ব্যবহার মাতৃভাষা চর্চার ধারাকে ব্যপকভাবে বাধাগ্রস্থ করছে ।
তিনি বলেন, দেশের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, ৫২-এর ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন, আজ তাদের স্বজনদের দেখার কেউ নেই। তারা অভাব-অনাহারে দিনাতিপাত করছে। সরকারকে এসব পরিবারের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বর্ণমালা মিছিলে আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলন নগর উত্তরের সাংগঠনিক সম্পাদক হাম্মাদ বিন মোশাররফ, ছাত্র আন্দোলন নগর উত্তরের সহ-সভাপতি এম মাইদুল হাসান সিয়াম, সাধারণ সম্পাদক ইউসুফ সিরাজী, সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ আব্দুর রহমান ইউসুফ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আমীন শরীফ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আনাস আবদুল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক সুহাইল তানভীর, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহফুজুর রহমান নাফিজ,কওমী মাদরাসা সম্পাদক মাহদী হাসান তাছনিম, স্কুল ও কলেজ সম্পাদক নুরুন্নবী ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ মেসবাহ, কার্যকরী সদস্য মুহাম্মাদ এনামুল হাসান হুরায়রা এবং এইচ এম মোস্তফা হুসাইনসহ নগরীর আওতাধীন থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান শাখার নেতৃবৃন্দ