আবারো বিশ্বের সেরা বিমানবন্দরের মর্যাদা ও পুরস্কার পেয়েছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার তকমা পেল এরদোয়ানের দেশের এই বিমানবন্দরটি। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪ হাজারের বেশি বিমানের যাত্রী এবং বিমানবন্দরের কর্মকর্তাদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এই ভোটাভুটিতে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা হয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর। এর আগে গত বছরও বর্ষসেরা হয়েছিল বিমানবন্দরটি।
জানা যায়, ইউরোপের দেশগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ বিমানবন্দর। ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহী বা সিইও কাদরি সামসুনলু বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিশ্বের সব বিমানবন্দরকে পেছনে ফেলেছে ইস্তাম্বুল বিমানবন্দর। আবারো আমাদের বিমানবন্দর বর্ষসেরা হওয়ায় খুবই আনন্দিত আমরা।
তুরস্কের এই এভিয়েশন কর্মকর্তা আরও বলেন, করোনার মহামারিকালে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা। ইউরোপের সর্ববৃহৎ এই বিমানবন্দরটি নতুন। কিন্তু সেবার মানের দিক থেকে এটি বিশ্বের যেকোনো দেশের বিমানবন্দরের চেয়ে ভালো।
এন.এইচ/






