সাইফুল ইসলাম, টাঙ্গাইল:
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক হত দরিদ্র এতিম ছাত্রের চিকিৎসা খরচ বহন করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা।
জেলা সভাপতি ফয়সাল আহমাদ এর নেতৃত্বে একটি টিম গতকাল টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যায় এবং এতিম ছাত্রটির হাসপাতালের সকল খরচ বহন করার কথা বলেন। এসময় ছাত্রটির সার্বিক খোঁজ ও নদগ অর্থ প্রদান করে, এবং চিকিৎসা খরচের সকল দায়িত্ব নেয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা।
জানা যায়,ছেলেটি ছোট বেলা থেকেই এতিম। ছেলেটির বাবা এবং মা দুজন-ই মৃত্যু বরণ করায় টাঙ্গাইলের একটি মাদ্রাসার এতিম খানার সহায়তায় লেখা পড়া চালিয়ে যাচ্ছে ছেলেটি।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক, মুহা.শহিদুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক,মাহিম আহমাদ।