ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্র সংসদ এর সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শামস্ মোহাম্মদ নাসিফ হৃদয় এবং সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের মোঃ শাহরিয়ার হাসান শাকিল মনোনীত হয়েছেন।
শুক্রবার ১১ জানুয়ারি শেরপুর জেলা ছাত্র সংসদের প্যাডে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সাক্ষর করেন সংসদের সদ্য সাবেক সভাপতি এবং
সাধারণ সম্পাদক। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি শামস্ মোহাম্মদ নাসিফ (হৃদয়) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান শাকিল ২০১৬-১৭ সেশনে রসায়ন বিভাগের শিক্ষার্থী।
নব্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সভাপতি শামস্ মোহাম্মদ নাসিফ হৃদয় বলেন, সংগঠনের জন্য কাজ করে যাব। জেলা সংগঠনের দায়িত্ব আমাকে যারা দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আশা করি সবার সহযোগিতায় সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।
নব্য সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান শাকিল বলেন, সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন বলে। জেলার শিক্ষার্থীদের জন্য আমি কাজ করে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটি পরিবার। পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকাই আমাদের মূল লক্ষ।