মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর সদর:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে গতরাত ১২.৩০মিনিটে শহরের বিভিন্ন স্থানে অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর জেলায় শীত দিন দিন বেড়েই চলছে। কনকনে শীতের আবহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। শীতে বৃদ্ধ-শিশুদের কষ্টতা স্বাভাবিকভাবেই বেশি হয়। শীতার্ত কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা সভাপতি মোঃ মোফাচ্ছেল খান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ মোফাচ্ছেল খান,সাধারণ সম্পাদক এম আবদুল আহাদ ভুঁইয়া, যুব নেতা মাওলানা মোখলেছুর রহমান, ছাত্র নেতা এইচ এম রেদোয়ান হোসাইন, মোঃ তামজিদ হোসাইন, প্রমূখ নেতৃবৃন্দ।






