ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং পেপার নেপকিন বিতরণ করেছেন ছাত্রলীগ নেতা মোঃ আযহারুল ইসলাম মামুন। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন হল সম্মেলনে হলের শীর্ষ পদপ্রত্যাশী।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারি এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রিয়া সম্পাদক মিরাজ ইসলাম সিফাত, অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক সজীব এবং হল সংসদের সদস্য আলী হোসাইন।
এ বিষয়ে মোঃ আযহারুল ইসলাম মামুন বলেন, করোনার নতুন ভেরিয়েন্ট “ওমিক্রন” এর প্রভাবে নতুন করে আবারো পরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে,মৃত্যু বরণ করছে। আবার সঠিক নির্দেশনা কিংবা সঠিক পদ্ধতি মেনে চলে সুস্থ হচ্ছেন অনেকেই। তাই এই প্রতিকূল পরিবেশে আতংক নয় বরং দরকার সতর্কতা।
আযহারুল আরো বলেন, সেই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের কথা চিন্তা করে মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক,হ্যান্ড ওয়াশ,হ্যান্ড স্যানিটাইজার এবং টিস্যু বক্স বিতরণ এর আয়োজন করা হয়। মূলত সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে শিক্ষার্থীদের মনে সাহস ও সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এই আয়োজন।






