নাদের চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী শহরে প্রায় ৭০থেকে ১০০জন পথশিশু রয়েছে। তাদের বয়স আনুমানিক ১০-১৫বছর। এ পথশিশুদের মধ্যে অধিকাংশই ড্যান্ডি (গাম) নেশায় আসক্ত হয়ে পড়েছে। এসব শিশুরা চুরি ছিনতাই কিংবা ডাকাতির মত বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে দিনদিন।
এ বিষয়টি পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর দৃষ্টিগোচর হলে তার নির্দেশনা মোতাবেক জনাব থোয়াইঅং প্রু মারমার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) এর নেতৃত্বে সদর থানার কয়েকটি টিম ফেনী শহরে বিভিন্ন এলাকায় উক্ত বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসাবে হার্ডওয়ার মালিক সমিতির লোকজনের সাথে উক্ত বিষয়ে আলোচনা হয়। তারা পথ শিশুদের নিকট গামের কোটা বিক্রি করবেন না বলে আশ্বাস দেন।
এ বিষয়ে ফেনী বাসীর নিকট সহোযোগিতা কামনা করলেন মাননীয় পুলিশ সুপার।






