নিজেদের মধ্যকার যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই প্রতিবেশী দেশের চলমান উত্তেজনার মধ্যেই গতকাল বুধবার, ২৬ জানুয়ারি, ফ্রান্সের রাজধানী প্যারিসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই চলমান যুদ্ধবিরতি অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয় দুই দেশ।
রুশ সংবাদ মাধ্যম মস্কো টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, উভয়পক্ষ ৮ ঘণ্টা আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করেছে। ফ্রান্স ও জার্মানিও আলোচনায় অংশ নেয়। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এর প্রশংসা করেছেন এক ফরাসি কূটনীতিক। তিনি এটিকে একটা সবুজ সঙ্কেত হিসেবে অভিহিত করেছেন।
আলোচনায় অংশ নেওয়া রাশিয়ার প্রতিনিধি বলেছেন, ৮ ঘণ্টার ওই আলোচনা বেশ কঠিন ছিল। জার্মানির বার্লিনে আবারো দুই সপ্তাহ পর রাশিয়া ও ইউক্রেন আলোচনায় বসবে বলে জানানো হয়ৈছে। ইউক্রেন সীমান্তে যখন টানটান উত্তেজনা চলছে এবং যেকোনো সময় যুদ্ধের দামামা বেজে উঠতে পারে— এমন পরিস্থিতিতে আলোচনায় বসল দুই পক্ষ।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আগে থেকেই বসে আসছে, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা সমাবেশ করেছে রাশিয়া। অন্যান্য যুদ্ধাস্ত্রও মোতায়েন করা হয়েছে। বিপরীতে সীমান্তে প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনীও। তারা শেষ দেখার কথা জানিয়েছে।
আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের দাবি, ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে দেশটি দখলের চেষ্টা করছে রাশিয়া। তবে রুশ আগ্রাসন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এ লক্ষ্যে ইউক্রেনকে সেনা ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তার ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে পশ্চিমাদের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে রাশিয়া।






