জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল ১১ টায় নগরীর জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা `চলমান পরীক্ষা বন্ধ নয়, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে চাই’ এই দাবি নিয়ে উপস্থিত হন।
তারা বলেন করোনার মধ্যে দুই-তিন বছর ধরে আমরা সেশনজটে আটকে ছিলাম এমতাবস্থায় আমাদের পরীক্ষা চালু হয় আবারো অনির্দিষ্টকালের জন্য আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা আর কতদিন ঘরে বসে থাকবো , আর কতদিন বাবা-মার বোঝা হয়ে থাকবো । অনলাইন অথবা অফলাইন যেভাবেই হোক আমাদের পরীক্ষা নেয়া হোক।
মানববন্ধন শেষে তারা জানান অনার্স ফাইনাল ইয়ারের যে পরীক্ষা বাকি আছে তার প্রতিকি পরীক্ষা হিসেবে আগামীকাল সকাল দশটায় নগরীর জিরো পয়েন্টে তারা তাদের প্রতীকী পরীক্ষা অনুষ্ঠিত করবে। এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি অনুরোধ জানাতে বলেন এবং তাদের স্থগিতকৃত পরীক্ষা নেওয়ার দাবি জানাতে বলেন।






