সাইফুল ইসলাম, টাঙ্গাইল: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ সারাদেশে আটককৃত সকল আলেমদের নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,কয়েক মাস যাবৎ আমাদের মাথার তাজ মাওলানা মামুনুল হক সহ নির্দোষ আলেমদের কে সরকার কারাবন্দী করে রেখেছে। আজ সারাদেশ ব্যাপী আমাদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, আমরা টাঙ্গাইলের মানববন্ধন থেকে সরকারের কাছে দাবি জানাই,অবিলম্বে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল আলেমদের নিঃশর্ত মুক্তি দিন।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য জাকির হোসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের টাঙ্গাইল জেলা সদস্য, মাওলানা ফজলুল হক ,জেলা যুব মজলিসের সদস্য মাওলানা কামরুল হাসান , মাওলানা ইব্রাহিম খলিল, জায়েদ হাবিব প্রমুখ।