আফগানিস্তানের কাবুল পুলিশকে অননুমোদিত অভিযান থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের সাথে পরামর্শ ছাড়া সন্দেহভাজনদের আটক কিংবা নাগরিকদের বাড়িতে তল্লাশি না করতেও তাদের প্রতি নির্দেশ দেয়া হয়।
কাবুলে পুলিশ কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে সব স্তরের নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি এই নির্দেশ দেন ইসলামিক আমিরাত আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। পাশাপাশি তিনি জনগণের সাথে ভালো আচরণ করা এবং তাদের সমস্যাগুলো সমাধান করারও আহ্বান জানিয়েছেন।
বৈঠকে নিরাপরাধী আটক ব্যক্তিদের দ্রুত মুক্তির নির্দেশনা দিয়ে তিনি বলেন, যারা কারাগারে আছে তাদের নথিপত্র পরীক্ষা করে দেখুন, যদি তারা আইন অনুযায়ী নির্দোষ হয় তাহলে অবিলম্বে তাদের মুক্তি দিন।
সিরাজুদ্দিন হাক্কানি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যখনই কারো বেআইনি কাজের ব্যাপারে জানা যাবে, তখন তার ব্যাপারে কী করা উচিত সে সম্পর্কে প্রতিবেদন দিন। আমার অনুপস্থিতিতে, উপমন্ত্রী বা অফিসের প্রধানের সাথে যোগাযোগ করুন। তিনি বলেন, আপনাদের কেবল জরুরি পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে তালেবান ঘোষিত সাধারণ ক্ষমার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, সাবেক সরকারের কর্মীরাও স্বাধীন ও মুক্তভাবে দেশে বসবাস করতে পারে।
গত বছরের আগস্টে তালেবান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে পুরো দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দিকে মনোযোগ দেয় তারা। কয়েকটি ক্ষেত্রে তারা যেমন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে, আবার নিয়ম ভাঙায় প্রচুর তালেবান সদস্যকে প্রত্যাহার ও শাস্তির মুখোমুখি করেছে। ফলে আর্থিক অনটন থাকলেও দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সাধারণ জনগণ।






