মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুর বাজারে সেনাবাহিনীর ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার (১২ জানুয়ারী) আনুমানিক সকাল ১১ টায় যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুর বাজারে এ দূর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীরনারায়নপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলতাফ মাস্টার,
আশঙ্কা করা হচ্ছে তার দু’পায়ের উরু ভেঙ্গে গেছে। তিনি বর্তমানে সেনাবাহিনীর তত্বাবাধায়নে চিকিৎসাধীন অবস্থায় আছেন।