গত ৪ই জানুয়ারি সকাল ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর আওতাধীন বাকলিয়া থানাধীন আল ইসলামিয়া নূরানী মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বের হয়ে আর বাসায় ফিরে যায়নি জিহাদ হোসেন।সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে এখনও পর্যন্ত পাওয়া যায়নি।ছেলেটির বয়স ১২ বছর, উচ্চতা ৫ ফুট,গায়ের রং ফর্সা,ছেলেটির পড়নে চকলেট রংয়ের জুব্বা ছিল।কোন সুহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে।সন্ধান দাতাকে বিশেষ পুরুষ্কার দেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
যোগাযোগ :-আব্দুর সাত্তার 01835-939235(বাবা)
1 thought on ““৪ দিন ধরে নিখোঁজ জিহাদ হোসেন””
সভাই শেয়ার করবেন