জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মোঃ রিয়াদ খান।
রিয়াদ খানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ম আবর্তনের ফিনান্স বিভাগের শিক্ষার্থী। জবি ছাত্রলীগের এই পরিশ্রমী কর্মী এর আগেও অত্র বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদকের পদও পালন করেছেন।
রিয়াদ খান সহ-সভাপতি মনোনিত হওয়ায় উচ্ছ্বসিত অষ্টগ্রামের ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের কর্মীরা।
অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট তারই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বঙ্গবন্ধুর অসমাপ্ত যে কাজগুলো এখন জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন তা বাস্তবায়নে আরো পরিশ্রমী হয়ে গড়ে উঠতে চাই।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জবি ছাত্রলীগের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে মো. ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।