চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা হেলাল উদ্দিন নামে একজন আলেম ও কওমী মাদরাসার মুহতামিম।
চরম্বা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হেলাল উদ্দিন ৫ হাজার ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদাত উল্লাহ পেয়েছেন ৩ হাজার ৪৭৪ ভোট।
তিনি আল জামেয়া পটিয়ার সাবেক কৃতি ছাত্র এবং চরম্বা ছিদ্দীকিয়া মাদরাসার মুহতামিম। মাওলানা হেলাল উদ্দীন সাহেব চরম্বা ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।






