রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান আফগান সরকারের স্বীকৃতি এখন বাস্তবতা। যে বাহিনী এখন আফগানিস্তানের নেতৃত্বে রয়েছে তাদের উচিত, দেশের নেতৃত্বে সমস্ত জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত হওয়া। বার্ষিক সংবাদ সম্মেলনে স্পুটনিক নিউজ এজেন্সির প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন পুতিন। খবর দ্য নিউজ।
পুতিন বলেন, তালেবান সরকারের স্বীকৃতির জন্য আমরা আন্তর্জাতিকভাবে সমস্ত অংশগ্রহণকারীদের সাথে একত্রিত হয়ে কাজ করছি৷ স্বীকৃতির পক্ষে আমাদের অবস্থান রয়েছে। আমরা এই সিদ্ধান্তকে একসাথে বাস্তবায়নের চেষ্টা করব।
রুশ প্রেসিডেন্ট বলছেন, তিনি আশা করেন যে কাবুল এবং মস্কোর মধ্যে সম্পর্ক সম্ভাব্য সর্বোত্তম উপায়ে বিকশিত হবে, ‘আমাদের জন্য এটি কোনো সমস্যা নয়, কারণ আমাদের মধ্য এশীয় প্রজাতন্ত্র বা সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রজাতন্ত্রগুলোর সাথে সীমান্ত খোলা রয়েছে। আফগানিস্তানে চরমপন্থী উপাদানের সম্ভাব্য অনুপ্রবেশের শঙ্কা এখন কম।’
সংবাদ সংস্থা তাসের কাছে পুতিন বলেন, আফগানিস্তানে গত ২০ বছর ধরে যারা যুদ্ধ করেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের আফগানদের সহায়তা প্রদান করা উচিত। কারণ ওই দেশগুলো আফগান অর্থনীতি ও সমাজের বড় ক্ষতি করেছে। তারা গত ২০ বছরে দেশটির অর্থনীতি ধ্বংস করেছে, সহায়তা প্রদানে তাদেরই প্রথমে এগিয়ে আসা দরকার।
পুতিন বলছেন, আমাদের পক্ষে যা কিছু করা দরকার তা আফগানিস্তানের জন্য করব। মার্কিন যুক্তরাষ্ট্র যে তহবিল আটকে দিয়েছে তা উদ্ধার না হলে দেশটি দুর্ভিক্ষ এবং অন্যান্য গুরুতর পরিণতির সম্মুখীন হতে পারে।






