মো ইব্রাহিম হোসেন:
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিজয় র্যালি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা ।
র্যালি শেষে বক্তারা বলেন স্বাধীনতার পঞ্চাস বছর হলেও এদেশের মানুষ স্বাধীনতা পায়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও এদেশের জনগণ ভোটাধিকার হারিয়ে,জীবনের নিরাপত্তা হারিয়েছে। এদেশের সরকার জনগণের মনের কথা বুঝতে ব্যর্থ হয়েছে সুতরাং তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
সকাল ৯ঃ০০ কালিগন্জ জোড়া ব্রিজ থেকে র্যালি বের হয়ে চুনকুটিয়া চৌরাস্তা হয়ে কদমতলী প্রেস ক্লাব এসে শহীদদের জন্য দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খান এর সভাপতিত্বে আয়োজিত বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ জয়নাল আবেদীন , সেক্রেটারি হাফেজ জহিরুল ইসলাম । ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মিরাজ হোসাইন মইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের তথ্য গবেষনা ও প্রচার সম্পাদক মুহা ইব্রাহিম হোসেনসহ দলের নেতাকর্মীরা।