সাইফুল ইসলাম, টাঙ্গাইল:
`জাতীয় চরিত্রে আসুক সাম্য, প্রতিষ্ঠা হোক মানবিক মর্যাদা, ইনসাফ থেকে শাসিত হোক দেশ, শোষণ-বঞ্চনা থেকে জাতি পাক মুক্তি’ এই স্লোগান কে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ই ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা সভাপতি এস এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিজয় র্যালি টি টাঙ্গাইল জেলা কার্যালয়ের (মক্কা টাওয়ার) সামনে থেকে নিরালা মোড়, টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে দিয়ে বটতলা মোড়-সরকারি কুমুদিনী কলেজ-পুরাতন বাসস্ট্যান্ড- বড় কালিবাড়ি রোড প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা সহ-সভাপতি ফয়সাল আহমদ,সাধারণ সম্পাদক সাদিক আহমদ,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক হাবিব খান,টাঙ্গাইল সদর থানা সভাপতি মাহিম আহমাদ,সাধারণ সম্পাদক আজমত আলীসহ বিভিন্ন থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।