আজ ১৪ ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে ডেকে ডেকে হত্যা করেছিল পাকিস্তানের কিছু ঘাতকবাহিনী। তারা এই দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে এ হীন কর্মকাণ্ড করেছিল। শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ডাক্তারসহ অনেক বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ছিলেন। আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণে “স্মৃতি চিরন্তন” পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সামাজিক সংগঠনগুলো। উক্ত শ্রদ্ধাঞ্জলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডঃ আখতারুজ্জামান। শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন, আমরা তাদের অবদানকে কখনো ভুলবো না।তারা এদেশের সাহসী সন্তান। তাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা সবসময়।
