আগামী কয়েক দিনের মধ্যেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি। উভয় দেশের মধ্যে সই হওয়া এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ছাড়ছে বলে জানান তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী।
তবে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কিছু সংখ্যক বিদেশি সেনা দেশটিতে মোতায়েন থাকবে বলেও জানান মুস্তফা কাজেমি। তবে সেই সংখ্যাটা কত এবং কোন কোন দেশের সেনা থাকবে, এসব বিষয়ে কিছুই প্রকাশ করেননি তিনি। এ ছাড়া বর্তমানে মোতায়েন থাকা বিদেশি সেনা প্রত্যাহারের শেষ সময় নিয়েও কিছু জানানো হয়নি।
ভিডিওবার্তায় ইরাকের প্রধানমন্ত্রী আরো বলেন, বিদেশি সেনাদের ইরাক ছাড়ার খবর প্রমাণ করে যে, আমরা নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সক্ষম। দেশের জনগণ নিজেদের দেশের সক্ষমতা অর্জন করেছে, বিদেশিদের আর প্রয়োজন নেই।
পার্সটুডে জানায়, এর আগে গত বৃহস্পতিবার ইরাকি এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছিলেন, আইএস বা দায়েশ-বিরোধী যুদ্ধ করতে যেসব বিদেশি সেনা মোতায়েন করা হয় ইরাকে, তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে। এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে।
গত জুলাইয়ে মার্কিন সরকার জানিয়েছিল, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক যুদ্ধ সমাপ্ত করতে চায় তারা। এরপরই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জোর আলোচনা শুরু হয়। সাম্প্রতিক সময়ে বিদেশি সেনা প্রত্যাহারের দাবিতে ইরাকি বিভিন্ন মিলিশিয়া গ্রুপ দেশটিতে থাকা মার্কিন স্বার্থে প্রায়ই হামলা চালিয়ে আসছে। পাশাপাশি দেশটিতে ক্রমাগত বাড়ছে মার্কিন-বিরোধী জনমত।






