মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি:
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উত্তপ্ত হয়ে উঠেছে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের নির্বাচনী মাঠ। নির্বাচনকে কেন্দ্র করে ঘঠছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে চুড়ামনকাটি বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে তথ্য মিলেছে।
প্রত্যক্ষ দর্শীদের দেয়া তথ্য অনুসারে বেলা ১২ টার দিকে আওয়ামীলীগের (নমিনেশন প্রাপ্ত) চেয়ারম্যান প্রার্থী দাউদ হোসেন দফাদার এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সমর্থকরা একে অপরের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হন।
এ সময় চুড়ামনকাটি বাজারের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই পক্ষের চিৎকার ও হাকডাকে মুহূর্তের মধ্যে অনেকে দোকানপাট বন্ধ করে দেন। বড় বড় লাঠি ক্রিকেট ব্যাট এবং ইট-পাটকেল নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয়। এক সময় দুই পক্ষ অবস্থান নেয় যশোর ঝিনাইদহ মহাসড়কের উপর। এতে ঐ সড়কে বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রীরা ভিতসন্ত্রস্ত হয়ে পড়েন।
প্রায় ১০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনে সাজিয়ালি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ও কতোয়ালি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন তারা।






