ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার আওতাধীন চেয়ারম্যান প্রার্থীদের দলীয় প্রতীক হাতপাখা বরাদ্দ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৬ নভেম্বর হাজীগঞ্জ বাজারের রোটারী ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে ১০ জন চেয়ারম্যান পদ প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন।
হাজীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ টি ইউনিয়নে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থীরা হলেন:
১নং রাজারগাঁও ইউনিয়নে মাওলানা আবুল হাশেম
২ নং বাকিলা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.
জামাল উদ্দীন মিয়াজী,
৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নে অধ্যক্ষ এম এ মতিন,
৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে মাওলানা শাহাদাত হোসাইন,
৫ নং সদর ইউনিয়নে হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান,
৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা কারী আবদুল হামিদ,
৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে আলহাজ্ব মো দেলোয়ার হোসেন,
১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে মাওলানা মাওলানা কাউছার হোসাইন,
১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মো. মনির হোসেন।
১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়নে মাওলানা কুতুবউদ্দিন।
ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব মো. জামাল মিয়াজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মোরশেদ আলম, মো. খোরশেদ আলম, এম এ মাহাদী, মো. কামাল গাজী, মো. নূরে আলম সিদ্দিকী,মুহাম্মদ শাহজালাল মোল্লা ।