মুহাম্মাদ রবিউল হাসান:
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার তিব্বিয়া ভবনের নিচতলায় ‘জামিয়া রেস্তোরাঁ’ নামক ক্যাম্পাস ক্যান্টিন এর শুভ উদ্বোধন করেন জামিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদিস, হাকীমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী হাফিজাহুল্লাহ। আজ ১লা নভেম্বর সোমবার সকাল ৯ টায় এ শুভ উদ্বোধন করা হয়।
জামিয়ার আসাতাজায়ে কেরামদের সাথে নিয়ে জামিয়া ক্যন্টিন পরিদর্শন করলেন জামিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী হাফিজাহুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, জামিয়ার নায়েবে মুহতামিম, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, মুঈনে মুহতামিম আল্লামা আবু তাহের কাসেমী নদভীসহ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস, শিক্ষক ও কর্মচারীগন।
‘জামিয়া রেস্তোরাঁ’ ক্যাম্পাস ক্যান্টিনের জিম্মাদার, রিদওয়ান মাহমুদ ও হাসিব বলেন, জামিয়া কর্তৃপক্ষ ক্যান্টিনের উদ্যোগ নিলে আমরা উস্তাদ এবং ছাত্রদের খেদমতস্বরূপ ‘জামিয়া রেস্তোরা’ ক্যাম্পাস ক্যান্টিনের দায়ীত্ব নেয়ার সিদ্ধান্ত নিই।তারা আরো বলেন, জামিয়ার উক্ত ক্যান্টিনে মনোরম পরিবেশে রুচিসম্মত খাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
পরিশেষে জামিয়া প্রধান হাকিমুল ইসলাম, আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী হাফি: এর মোনাজতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্টান সমাপ্ত হয়।