রাজধানীর নয়াপল্টনে বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি মিছিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। পণ্ড হয়ে গেছে মিছিল।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় অফিসের সামনে জড়ো হয়ে মিছিল করে। এরপর সমাবেশ করে প্রায় এক ঘণ্টা। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সমাবেশ শেষ করে মিছিল নিয়ে নাইটিংগেলের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারসেল ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের সরিয়ে দেয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত এ কর্মসূচি সোমবার (২৫ অক্টোবর) ঘোষণা করা হয়েছিল।
ওয়াইপি/