লকডাউন পরিস্থিতিতে পৌর এলাকার খেটে খাওয়া মানুষের কথা ভেবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা,আজ বিকাল ৪ টায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নিজের ফেইসবুক প্রোফাইলে একটি পোষ্টের মাধ্যমে পৌর বাসীর প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বেশ কিছু আহবান জানান। এতে লকডাউন পরিস্থিতিতে খাদ্য সংকটে পরা ব্যাক্তিদের সরাসরি মেয়রের সাথে যোগাযোগ করা সম্ভব না হলে নিজস্ব ওয়ার্ড কাউন্সিলরদের ফোনের মাধ্যমে অবগত করার কথা বলা হয়েছে। একিসাথে সবাই কে এই মহামারীর সময়ে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের পাশে দাড়ানোর আহবান জানান।
