আব্দুল কাইয়ুম, হাবিপ্রবি প্রতিনিধি: পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের নিকটস্থ জেলা ও বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দিবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি)এর বাস। আজ সোমবার ২৮ জুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যাম্পাসে সেশনজট এর কবল থেকে রক্ষা পেতে পরীক্ষা নেওয়া শুরু করে বিশ্ববিদ্যালয়। তাই করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার লক্ষ্যেই ক্যাম্পাসে আসেন। এর মাঝেই দিনাজপুর শহর ও সারাদেশের করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে বাড়তে থাকায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে লকডাউন চলছে। গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তাই বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলো হাবিপ্রবির দূর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীরা।
যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা ও ঝিনাইদহ রুটে মোট ১০ টি বাস দেওয়া হয়। ২৯,৩০ জুন ও ১ জুলাই গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বাসগুলির।
এ ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান, লকডাউনে দিনাজপুরে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতেই আমরা শিক্ষার্থীদের পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সেক্ষেত্রে শর্ত হলো স্বাস্থ্যবিধি মেনে বাসে তার ধারণা ক্ষমতার অর্ধেক যাত্রী উঠতে পারবে’।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। উচ্ছ্বাস জানিয়ে নোয়াখালী থেকে আসা হাবিপ্রবির ১৮ ব্যাচ এর ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম প্রশাসনের এমন উদ্যেগ্যে এখন বাসায় যেতে পারবো ভেবেই ভাল লাগছে এর জন্য ধন্যবাদ দিতে চাই হাবিপ্রবি সাংবাদিক সমিতিকে ও হাবিপ্রবি ছাত্রলীগের সেসব ভাইকে যারা বাস পেতে সহায়তা করেছেন আশা করি নিরাপদে বাসায় পৌঁছতে পারবো সবার কাছে এর জন্য দোআা চাই”।