আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের প্রাদেশিক রাজধানী কুন্দুজ শহর দখল করে নিয়েছে তালেবান। রোববার সশস্ত্র সংগঠনটি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
আফগান সরকার অবশ্য তালেবানের এই দাবি অস্বীকার করলেও সংবাদমাধ্যম আলজাজিরার কাছে কুন্দুজের স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা তালেবানের কুন্দুজ দখলের তথ্য নিশ্চিত করেছে।
এর মাধ্যমে তিনদিনে তিন প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান।
এর আগে শুক্রবার নিমরোজ প্রদেশের যারানজ ও শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে তালেবান।
কুন্দুজ দখলের আগে স্থানীয় বাসিন্দারা সংঘর্ষের কারণে শহর ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন বলে স্থানীয় এক বাসিন্দা আলজাজিরাকে জানান। বর্তমানে তারা নিজেদের বাড়ি থেকে বের হওয়ার সাহস করছেন না।
রাজধানী কাবুল থেকে আলজাজিরার প্রতিনিধি শার্লট বেলিস বলেন, ‘কুন্দুজ শহর থেকে এক সাংবাদিক আমাদের জানিয়েছেন. তালেবান শহরের পুলিশ প্রধানের দফতর, নির্বাচন কমিশন দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং শহরের প্রধান চত্ত্বরে তালেবানের পতাকা ওড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘সরকার কুন্দুজ হারানোর কথা অস্বীকার করলে সব কিছুর বিবেচনায় এটির পতন হয়েছে।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, যারানজের বেশ কিছু অধিবাসী তালেবান যোদ্ধাদের স্বাগত জানাচ্ছে। তালেবানের সাদা পতাকা উড়িয়ে তারা যোদ্ধাদের স্বাগত জানায়।
এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া শুরু করে তালেবান।
এরমধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালেবান দখল করে নিয়েছে। সূত্র : আলজাজিরা






