পাকিস্তানি সংবাদপত্রের বরাত দিয়ে ভারতের জিও নিউজ জানায়, পাঞ্জাবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পবিত্র কুরআনের নাজেরা তেলাওয়াত বাধ্যতামূলক করা হয়েছে পাঠ্যসূচিতে।
২০১৭ সালে স্কুলের এই স্তরে কুরআনের নাজেরা বাধ্যতামূলক করেছিল পাঞ্জাব সরকার।
এবার স্কুলের দ্বিতীয় স্তর তথা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পবিত্র কুরআনের তর্জমা বাধ্যতামূলক করা হয়েছে। এখন এই স্তরের পাঠ্যসূচিও এই নির্দেশনা অনুযায়ী, প্রস্তুত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে গত বছর পাকিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআনের অনুবাদ শিক্ষা দেয়ার প্রস্তাব অনুমোদন করে দেশটির জাতীয় সংসদ।
সর্বসম্মতভাবে পাস হওয়া প্রস্তাবটিতে বলা হয়, কুরআনের উর্দু অনুবাদ পাঠদানের মাধ্যমে আগামী প্রজন্মের জ্ঞান অর্জনে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ জন্য যেসব প্রদেশের বিশ্ববিদ্যালয়ে অনুবাদসহ কুরআন পড়ানো হয় না, সেসব প্রতিষ্ঠানে ব্যবস্থা নেয়া উচিত।